জিএম ফাতিউল হাফিজ বাবু : জামালপুরের বকশীগঞ্জে “তুচ্ছ নয় রক্ত দান, বাঁচতে পারে একটি প্রাণ” স্লোগান নিয়ে আলো স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠনের ৬ষ্ঠ তম বর্ষে পর্দাপন উপলক্ষে স্বেচ্ছাসেবীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছ। গত সোমবার ২৩ জানুয়ারি দিনব্যাপি মিলন মেলা উপলক্ষে চন্দ্রাবাজ রশিদা বেগম শিক্ষা কমপ্লেক্স মিলনায়তনে বর্ণ্যাঢ্য আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মুন মুন জাহান লিজার সভাপতিত্বে অনুষ্ঠিত মিলন মেলায় প্রধান অতিথি ছিলেন বকশীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার। সংগঠনের সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় মিলন মেলা অনুষ্ঠানে এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমীন স্মৃতি, সহকারী কমিশনার (ভূমি) আতাউর রাব্বী,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোশারফ হোসেন, চন্দ্রাবাজ রশিদা বেগম শিক্ষা কমপ্লেক্সের পরিচালক ও অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, মেরুরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিকুর রহমান সিদ্দিক, বকশীগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির ডিজিএম জয় প্রকাশ নন্দী, শিক্ষক মেসবাহ উল তুহিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাছানুজ্জামান সজিব, উক্ত সংগঠনের সভাপতি নাজমুস সাকিব, নিলক্ষিয়া ইউনিয়ন শাখার সিনিয়র সহসভাপতি ও সাংবাদিক মনিরুজ্জামান লিমন , ইলিয়াছ শাহ সহ আলোচনা স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠনের উপজেলা শাখা, বিভিন্ন ইউনিয়নের সদস্য সহ সুধীজন অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্ত করা হয়।