Tuesday, March 21, 2023
Homeজামালপুরবকশীগঞ্জে এলজিইডির কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন অনুষ্ঠিত

বকশীগঞ্জে এলজিইডির কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন অনুষ্ঠিত

জিএম ফাতিউল হাফিজ বাবু : এলজিইডির নির্বাহী প্রকৌশলী ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রকল্প পরিচালক মো. গোলাম ইয়াজদানীর ওপর দুবৃর্ত্তদের হামলার প্রতিবাদে গতকাল মঙ্গলবার ৩১ জানুয়ারি দুপুর সাড়ে ১২ টায় জামালপুরের বকশীগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন বকশীগঞ্জ উপজেলা প্রকৌশলী মোঃ শামছুল হক। মানববন্ধনে উপসহকারী প্রকৌশলী মো. হিজবুল্লাহ মুসাব্বির, উপসহকারী প্রকৌশলী শরিফুল ইসলাম, সহকারী প্রকৌশলী সুজন চক্রবর্তী, সার্ভেয়ার মোঃ ইব্রাহিম, কম্পিউটার অপারেটর সামেদুল হক, অফিস সহকারী সুফিয়া বেগম, কার্য্য সহকারী আমির বাদশা ,কার্য্য সহকারী শামিমা সিদ্দিকা, ইলেক্ট্রিশিয়ার সুমন আহমেদ সালমান সহ কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। মানববন্ধন থেকে বক্তারা নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালকের ওপর হামলাকারী চিহ্নিত দুর্বৃত্ত সাহাবুদ্দিন ও তার দোসরদের শাস্তির আওতায় আনতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments