বকশীগঞ্জ সংবাদদাতা : জামালপুরের বকশীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে শনিবার (১০ জুন) দুপুরে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে মা সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হকের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডা. মোশারফ হোসেন, ডা. আবিদা জামান, পরিসংখ্যান বিদ আব্বাস আলী প্রমুখ।
গর্ভবতী মা দের গর্ভকালীন সময়ে পুষ্টি সমস্যা সমাধান সহ মা ও শিশুর পুষ্টি নিশ্চিত করার লক্ষ্যে আলোচনা করা হয়।
পাশাপাশি কোন শিশু যেন অপুষ্টিতে না ভুগেন সেজন্য অভিভাবকদের সচেতন হওয়ার আহবান জানানো হয়।