জিএম ফাতিউল হাফিজ বাবু : জামালপুরের বকশীগঞ্জে তারুণ্যের উৎসব এবং উপজেলা পর্যায়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উৎযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল সোমবার ৬ জানুয়ারি উপজেলা পরিষদ সভাকক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাসুদ রানার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. শামছুল হক, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু হাসান রেজাউল করিম, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপাভাইজার শ্যামল কুমার রায়, আলহাজ গাজী আমানুজ্জামান মডার্ন কলেজের অধ্যক্ষ নুরজাহান বেগম লাকী, নিলাখিয়া পাবলিক কলেজের অধ্যক্ষ মশিউল ইসলাম রঞ্জু, বকশীগঞ্জ খয়ের উদ্দিন ফাজিল মাদরাসার অধ্যক্ষ রফিকুল ইসলাম, এনএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ, বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামন উর রশিদ, মওলানা শফিকুল্লাহ বিএসসি, ধানুয়া কামালপুর কো অপারেটিভ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মেজবাহ উল হক তুহিন প্রমুখ। প্রস্তুতি সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, কলেজ, মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদরাসার শিক্ষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রস্তুতি সভায় তারুণ্যের উৎসব উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
Related Posts
জামালপুরে রেললাইনের ক্লিপ খোলার সময় যুবক আটক
- AJ Desk
- January 19, 2024
জামালপুর সদর উপজেলার নান্দিনায় রেললাইনের ক্লিপ খুলে নেওয়ার সময় হাতেনাতে শাকিল মিয়া (২৫) নামে এক […]
চককালীপুর হাজেরা নূরল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
- AJ Desk
- March 4, 2024
সাদিক মাহমুদ অর্প : জামালপুর পৌরসভাধীন চককালীপুর হাজেরা নূরল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা […]
দেওয়ানগঞ্জে শহীদ ছানা সমাজ কল্যান সংস্থার প্রশংসনীয় উদ্যোগ
- AJ Desk
- March 14, 2024
খাদেমুল ইসলাম : জামালপুরের দেওয়ানগঞ্জের শহীদ ছানা সমাজ কল্যান সংস্থার একটি মহৎ উদ্যোগের বিষয় সর্বমহলে […]