বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জ পৌর নির্বাচনে ভোটার স্থানান্তর জটিলতার কারণে বাতিল হওয়া প্রার্থীতা বৈধতা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী। গত শনিবার ২৪ ফেব্র“য়ারি বিকালে পৌর এলাকার চরকাউরিয়া পশ্চিম পাড়া নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে প্রার্থীতা ফিরে পেতে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন আল আমিন নামে ওই ব্যক্তি। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আল আমিন বলেন, বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডে আমি সাধারণ কাউন্সিলর প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করি। রিটার্নিং কর্মকর্তা যাচাই-বাছাই শেষে আমার মনোনয়ন পত্রটি বাতিল ঘোষণা করেন। মূলত আমি ও আমার পরিবারের সকল সদস্য ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। কিন্তু কে বা কারা ষড়যন্ত্র করে ২০১৬ সালে আমার অজান্তে আমাকে ভোটার তালিকায় ৮ নম্বর ওয়ার্ড থেকে ৭ নম্বর ওয়ার্ডে স্থানান্তর করে। যা আমাকে জানানো হয় নি। একারণে আমার মনোনয়ন পত্রটি বাতিল করা হয়। পরে আমি এবিষয়ে আপীল করলেও আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় নি। তার জন্ম সনদ ও অন্যান্য কাগজপত্র যাচাই করে তার মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করে প্রার্থীতা ফিরে দেওয়ার জন্য নির্বাচন কমিশনের সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান আল আমিন। সংবাদ সম্মেলন তার পরিবারের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Related Posts
সরকারি আশেক মাহমুদ কলেজ পুকুরের সৌন্দর্য বর্ধন কাজের উদ্বোধন
- AJ Desk
- March 26, 2024
নিজস্ব সংবাদদাতা : জামালপুরের ঐতিহ্যবাহী সরকারি আশেক মাহমুদ কলেজ পুকুরের সৌন্দর্য বর্ধন কাজের উদ্বোধন করা […]
জামালপুরের কিছু গ্রামে বিচ্ছিন্নভাবে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- AJ Desk
- April 10, 2024
আরবি মাসের তারিখ অনুযায়ী ও শাওয়াল মাসের চাঁদ দেখে বিশ্বের সাথে তাল মিলিয়ে জামালপুরের সরিষাবাড়ী […]
জামালপুরে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সদস্যদের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- AJ Desk
- January 9, 2025
জাহাঙ্গীর আলম : বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি গঠন জামালপুর জেলা ও সদর উপজেলা […]