বকশীগঞ্জ সংবাদদাতা : জামালপুরের বকশীগঞ্জে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা-২০২১ এর ওপর প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
“শিখন শেখানো নিশ্চিত করব,স্মার্ট বাংলাদেশ আমরাই গরব” স্লোগান নিয়ে গত শনিবার ৪ মার্চ পৌর শহরের রহিমা সালাম স্কুল অ্যান্ড কলেজে দিন ব্যাপি ওই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
রহিমা সালাম স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে অনুষ্ঠিত ওই প্রশিক্ষণে বকশীগঞ্জ উপজেলার বিভিন্ন প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানের (কিন্ডার গার্টেন) ৭০ শিক্ষক অংশগ্রহণ করেন। সরকারের ঘোষিত জাতীয় শিক্ষাক্রম নিয়ে মাস্টার ট্রেইনারদের দ্বারা ওই প্রশিক্ষণের মাধ্যমে প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সম্যক ধারণা প্রদান করা হয়। প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে রহিমা সালাম স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা মো. রবিউল ইসলাম, অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ হাসান বিন রফিক খোকন, উপাধ্যক্ষ কামরুজ্জামান হেলাল , সিনিয়র শিক্ষক দেলোয়ার হোসেন সহ বিভিন্ন বেসকারি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালকরা উপস্থিত ছিলেন। এতে মাস্টার ট্রেইনার হিসেবে বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ, সহকারী শিক্ষক আজিম উদ্দিন, সহকারী শিক্ষক ছাইদুর রহমান, সহকারী শিক্ষক আবদুল মতিন।
রহিমা সালাম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হাসান বিন রফিক খোকন জানান, সরকারীভাবে নতুন শিক্ষাক্রমে সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
তাই বেসরকারি শিক্ষকদের প্রশিক্ষণের কথা চিন্তা রহিমা সালাম স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ মাস্টার ট্রেইনার দ্বারা প্রাইভেট প্রতিষ্ঠানের শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছে।