Thursday, June 8, 2023
Homeজামালপুরবকশীগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

বকশীগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে কথিত হয়রানি মূলক মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে গ্রামবাসী। গত সোমবার সকালে বকশীগঞ্জের টিকরকান্দি বাজারে ওই কর্মসূচী পালন করেছে। একই সময় বিক্ষোভকারীরা কথিত হয়রানি মূলক মামলায় গ্রেফতারকৃত একমাত্র আসামী ইলিয়াছ আলীর মুক্তির দাবি করেছেন। জানা যায়, জামালপুরের বকশীগঞ্জ থানার টিকরকান্দি গ্রামের হাছেন আলীর ছেলে ইলিয়াছ আলীকে আটক করে। মামলা সূত্রে জানা যায় ৪ বোতল বিদেশী মদ জব্দ করে পুলিশ। এই নিয়ে বকশীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। বকশীগঞ্জ থানার মামলা নং ১৮। তারিখ ২৩.১২.২০২২, ধারা ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন। উল্লেখিত মামলাটি হয়রানি মূলক দাবি ও ইলিয়াছের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও মানব বন্ধন করেছে টিকরকান্দি গ্রামবাসী। প্রতিবাদ সমাবেশে বকশীগঞ্জ পৌর সভার কাউন্সিলর আলহাজ আব্দুর রশিদ জানান, ইলিয়াছ আলী এক ভালো ছেলে। তার মত ভালো ছেলেকে চক্রান্ত করে মাদক দিয়ে হয়রানি করা হচ্ছে। তনি বলেন, ইলিয়াছ ঢাকায় একটি ওষূধ কোম্পানিতে চাকুরি করেন। সে ছুটি নিয়ে বাড়িতে বেড়াতে এসেছে। পূর্ব শত্রুতার জের ধরে ইলিয়াছকে মামলায় ফাঁসানো হয়েছে। প্রতিবাদ সমাবেশে টিকরকান্দি মসজিদের ইমাম মাওলানা হিজবুল্লাহ জানান, ইলিয়াছকে আমি ছোট থেকেই চিনি। সে মাদক খাওয়া বা ব্যবসা করা দুরের কথা সে ধুমপানও করেনা। একটি মহল পূর্ব শত্রুতার জেরধরে তার ঘরে মাদক রেখে তাকে ফাঁসিয়ে দিয়েছে। একই প্রতিবাদ সমাবেশে আলহাজ সদর উদ্দিন বলেন, ইলিয়াছের মত ছেলে টিকরকান্দি গ্রামে খুব কমই আছে। ইলিয়াছ উত্তম চরিত্রের অধিকারী। সে কখনও মাদক ব্যবসার সাথে জড়িত না। জনগনের দাবির সাথে একমত পোষন করে আমিও ইলিয়াছের মুক্তি চাই। প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এলাকার বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন। এব্যাপারে বকশীগঞ্জ থানার এসআই মামলার আইও উমর ফারুক জানান, মাদক উদ্ধার, আসামী গ্রেফতার ও মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments