Sunday, May 28, 2023
Homeজামালপুরবকশীগঞ্জে বীরমুক্তিযোদ্ধা মজিবুর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বকশীগঞ্জে বীরমুক্তিযোদ্ধা মজিবুর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের দক্ষিণ দত্তেরচর গ্রামের যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা মজিবুর রহমান (৬৮) নিজ বাড়িতে ৩০ মে রোববার রাত ১০টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মঙ্গলবার বিকাল ৩ টায় জানাজা নামাজ শেষে যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

তিনি মৃত্যুকালে দুই স্ত্রী, সাত মেয়ে, এক ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ, জামালপুর জেলা পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ, বকশীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার মুন মুন জাহান লিজা, বকশীগঞ্জ থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগম , উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments