বকশীগঞ্জ প্রতিনিধি:
বকশীগঞ্জে সরকার ঘোষিত কঠোর লকডাউনের পঞ্চম দিনে বিধিনিষেধ মানাতে তৎপর উপজেলা প্রশাসন। মঙ্গলবার সরকারি আদেশ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান ও বিনা কারনে রাস্তায় চলাফেরা করায় বকশীগঞ্জ উপজেলার পৌর এলাকাসহ বিভিন্ন স্থানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি করোনা প্রতিরোধে বিনা প্রয়োজনে মানুষকে ঘরের বাইরে অযথা ঘোরাফেরা থেকে বিরত থাকতে বলেন এবং সকলকে মাস্ক পরিধান করতে বলেন ।
এ সময় ভ্রাম্যমাণ আদালত সংক্রমণ প্রতিরোধ আইন ২০১৮ এর ২৪ এর ১ ধারায় ১৪ মামলায় ৯ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করেন।