Sunday, June 11, 2023
Homeজামালপুরবকশীগঞ্জে সাংবাদিক নয়নের বাবা আবুল কালাম আজাদের দাফন সম্পন্ন!

বকশীগঞ্জে সাংবাদিক নয়নের বাবা আবুল কালাম আজাদের দাফন সম্পন্ন!

বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জ পৌর এলাকার টালিয়া পাড়া গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক একেএম নুর আলম নয়নের বাবা আবুল কালাম আজাদ (৬৫) মঙ্গলবার রাত সাড়ে ৯ টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। গতকাল বুধবার দুপুর ২ টায় বকশীগঞ্জ পৌর এলাকার টালিয়া পাড়া গ্রামের মুহাম্মদীয়া কওমী মাদ্রাসা মাঠে জানাজা শেষে তার দাফন করা হয়। মরহুমের জানাজায় ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ব্যারিস্টার সামীর সাত্তার, বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, উপজেলা বিএনপির সদস্য সচিব ফকরুজ্জামান মতিন, উপজেলা বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তিনি মৃত্যুকালে স্ত্রী, তিন ছেলে , নাতি-নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের মৃত্যুতে উপজেলা প্রেস ক্লাব ও স্থানীয় সংবাদ কর্মীরা শোক প্রকাশ করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments