নিজস্ব সংবাদদাতা: স্ত্রীর সঙ্গে ঝগড়ার জের ধরে বিষপানে মৃতে্যু হয়েছে শাহজামাল (৩০) নামে এক যুবকের মৃত্যু। নিহত শাহজামাল জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রবিয়ারচর গ্রামের হুদা আলীর দ্বিতীয় ছেলে।
পারিবারিক সূত্রে জানা য়ায়, গত রোববার ৪ ডিসেম্বর সন্ধ্য ৭টায় স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহের জের ধরে অভিমান করে ঘরে থাকা কীটনাশক খেয়ে গুরুত্বর অসুস্থ হয়ে পড়েন। মুমূর্ষ অবস্থায় তাৎক্ষণিক ভাবে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ হসপিটালে রেফার করেন। চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে ৮ টায় মৃত্যুবরণ করেন। বকশীগঞ্জ অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পরিবারের অভিযোগ শেষে তদন্ত করা হবে কি কারণে বিষপান করেছে।