জিএম ফাতিউল হাফিজ বাবু : জামালপুরের বকশীগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো বিনির্মানে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ কর্মসচির উদ্বোধন করা হয়েছে।
সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে গত শুক্রবার ১৭ অক্টোবর বিকালে লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়। দাসের হাট বাজারে ইউনিয়ন বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর।
সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গাজীউর রহমান মোল্লার সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স। ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহীন খানের সঞ্চলানয় এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহসভাপতি গাজী মোস্তাফিজুর রহমান মিষ্টার , উপজেলা বিএনপির সদস্য জিএম সাফিনুর ইসলাম মেজর, সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি রাশেদুজ্জামান সোনা, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান লাভলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আশিকুর রহমান তুলন, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আবদুর রাজজাক সহ ওয়ার্ড, ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, তারেক রহমানের ৩১ দফা মুক্তির সনদ হিসেবে কাজ করবে। ৩১ দফা বাস্তবায়ন হলে মানুষের সকল চাহিদা পূরণ হবে। তাই আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করার আহবান জানানো হয়।
বকশীগঞ্জে ৩১ দফা বাস্তবায়নে বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন
