নিজস্ব স ংবাদদাতা: জামালপুরের বকশীগঞ্জ উপজেলা শহর থেকে অবৈধ পথে সার পাচার কালে ৬২ বস্তা ইউরিয়া সার ও ৩ বস্তা ডিএপি সার আটক করেছে মোবাইল কোর্ট। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে গত ২০ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে আনোয়ার হোসেন নামে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট। বিষয়টি নিশ্চিত করেছেন বকশীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি আতাউর রাব্বী।
বকশীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি আতাউর রাব্বী জানান, বকশীগঞ্জ উপজেলার তিনআনীপাড়ার সার ব্যবসায়ী আনোয়ার হোসেন অবৈধভাবে ৬২ বস্তা ইউরিয়া সার ও ৩ বস্তা ডিএপি সার অন্য উপজেলায় পাচারের চেষ্টা করে। ঘটনার খবর পেয়ে ৩টি স্থানে অভিযান পরিচালনা করে সার গুলো আটক করা হয়। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আনোয়ার হোসেন নামে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয় ১০ হাজার টাকা। আটক সার গুলোর বিষয়ে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।