জিএম ফাতিউল হাফিজ বাবু:জামালপুরের বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা গত শনিবার ৪ মার্চ বিকালে অনুষ্ঠিত হয়েছে।
বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সরকারি গণগ্রন্থাগারে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ এমপি।
প্রধান বক্তা ছিলেন জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবুল তালুকদারের সঞ্চালনায় এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগমের সভাপতিত্বে বর্ধিত সভায় এসময় বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক সালেহ শফি গেন্দা, সাবেক সাংগঠনিক সম্পাদক জাফর ইকবাল জাফু, সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক রেজাউল করিম, জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদিন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কালাম আজাদ ফরিং, সহসভাপতি খন্দকার শাহজালাল, যুগ্ন সাধারণ সম্পাদক আগা সাইয়ুম, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান মন্টু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক একেএম হান্নান, সাধুরপাড়া ইউনিয়ন সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবু, উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক মোশারফ হোসেন মিরাজ, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুরাইয়া বেগম, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি জহুরা বেগম, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক পনির আহমেদ ও যুগ্ন আহ্বায়ক আজিজুর রহমান আজিজ প্রমুখ।
বর্ধিত সভায় উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মী অংশগ্রহণ করেন।
সভায় মেয়াদোর্ত্তীণ ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি পুনর্গঠন, অঙ্গ ও সহযোগী সংগঠনকে ঢেলে সাজানো ,তৃণমূলকে আরো গতিশীল করতে আবুল কালাম আজাদ এমপি বিভিন্ন বিষয় নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।