Thursday, September 28, 2023
Homeজামালপুরবকশীগঞ্জ উপজেলা পরিষদের উদ্যোগে ইউএনওকে বিদায় সংবর্ধনা প্রদান

বকশীগঞ্জ উপজেলা পরিষদের উদ্যোগে ইউএনওকে বিদায় সংবর্ধনা প্রদান

জিএম ফাতিউল হাফিজ বাবু জামালপুরের বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুন মুন জাহান লিজাকে গত বুধবার ১ মার্চ বিকালে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
উপজেলা পরিষদ এর পক্ষ থেকে উপজেলা সরকারি গণগ্রন্থাগারে ওই সংবর্ধনা দেওয়া হয়। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী আবুল কালাম আজাদ এমপি। বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার। এসময় বক্তব্য ছিলেন ও উপস্থিত ছিলেন বিদায়ী ইউএনও মুন মুন জাহান লিজা, জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমীন স্মৃতি, সহকারী কমিশনার (ভূমি) মো. আতাউর রাব্বী, বকশীগঞ্জ থানার ওসি মো. সোহেল রানা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবুল তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হক, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কালাম আজাদ ফরিং, মেরুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিকুর রহমান সিদ্দিক, সদর ইউপি চেয়ারম্যান আলমগীর কবির আলমাছ, বগারচর ইউপি চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান প্রমাণিক মাসুম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ধানুয়া কামালপুর ইউপি চেয়ারম্যান মশিউর রহমান লাকপতি। বিদায় অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান , আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments