নিজস্ব সংবাদদাতা:
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ময়মনসিংহ সাহিত্য সংসদের নিয়মিত পাঠচক্র বীক্ষণ-এর গত ০৮ জানুয়ারি তারিখে অনুষ্ঠিত হলো বিশেষ কবিতার আসর” বঙ্গবন্ধুর ফিরে আসা:১০ জানুয়ারি’৭২” বিজয়ের বেশে,বিজিত স্বদেশে “। প্রথম পর্বের আলোচনা সভায় আলোচক ছিলেন গোলাম ফেরদৌস জিলু, জাতীয় পরিষদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ ও সহ-সভাপতি, মহানগর আওয়ামী লীগ,ময়মনসিংহ সরকারি টিচার্স ট্রেনিং কলেজের উপাধ্যক্ষ মোঃ মুঈন উদ্দিন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এর থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ কামাল উদ্দীন। আলোচনার শুরুতেই স্বাগত বক্তব্য প্রদান করেন ময়মনসিংহ সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক স্বাধীন চৌধুরী। আলোচকবৃন্দ ১০ জানুয়ারি ১৯৭২ তারিখে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনপূর্ব ও প্রত্যাবর্তন পরবর্তী বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনা নিয়ে আলোচনা করেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা কবি বিমল পাল। ২য় পর্বে শুরু হয় যথারীতি স্বরচিত কবিতা ও অন্য কবিতা আবৃত্তির অনুষ্ঠান। এই পর্বে স্বরচিত কবিতা আবৃত্তি করেন আব্দুল কাদের চৌধুরী মুন্না, সভাপতি, নিরাপদ সড়ক চাই,ময?মনসিংহ, কবি আলম মাহবুব, আশিক সারওয়ার, গণেশ চন্দ্র সাহা, রহমান হাবিব, কৃষিবিদ কবি ও প্রাবন্ধিক শেখ মোঃ মুজাহিদ নোমানী এবং কবি কাশেম।কৃষিবিদ কবি মুজাহিদ নোমানী “বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস” উপলক্ষে রচিত “বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন ও দূরদর্শিতা ” শীর্ষক স্বরচিত কবিতাটি আবৃত্তি করেন যা উপস্থিত সুধী ও অতিথিবৃন্দের প্রশংসা অর্জন করে।