Thursday, July 29, 2021
Home জাতীয় বঙ্গবন্ধু সেতুতে রেকর্ড ৩৪ হাজার যান পারাপার, টোল আদায় প্রায় তিন কোটি

বঙ্গবন্ধু সেতুতে রেকর্ড ৩৪ হাজার যান পারাপার, টোল আদায় প্রায় তিন কোটি

আ.জা. ডেক্স:

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বঙ্গবন্ধু সেতুতে রেকর্ড পরিমাণ পরিবহন পারাপার হয়েছে। দেশের বৃহৎ এ সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় প্রায় ৩৪ হাজার পরিবহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে প্রায় তিন কোটি টাকা।ে বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গত শুক্রবার সকাল ৬টা থেকে গতকাল শনিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘন্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে বাস, ট্রাক ও অন্যান্য পরিবহন মিলিয়ে ৩৩ হাজার ৯১২ পরিবহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে দুই কোটি ৯২ লাখ ৭৪ হাজার ৮০০ টাকা। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বঙ্গবন্ধু সেতুর সাইট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল। জানা গেছে, সেতুর পূর্বপাড়ে ১৭ হাজার ৫১৩ পরিবহনের বিপরীতে টোল আদায় হয়েছে এক কোটি ৪৬ লাখ পাঁচহাজার ১১০টাকা। সেতুর পশ্চিমে ১৬ হাজার ৩৯৯ পরিবহনের বিপরীতে টোল আদায় হয়েছে এক কোটি ৪৬ লাখ ৬৯ হাজার ৬৯০ টাকা। নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, গত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে রেকর্ড পরিমাণ পরিবহন পারাপার হয়েছে। আজকেও যে পরিমাণ পরিবহন পারাপার হচ্ছে তাতে টোল আদায় আরও বেশি হবে।

দফায় দফায় টোল আদায় বন্ধ: তবে গতকাল শনিবার বিভিন্ন সময় টোল আদায় বন্ধ থাকে। এ কারণে ধীরগতিতে চলে যানবাহন। ফলে মহাসড়কে পরিবহনের চাপ বাড়ে বলে জানিয়েছে পুলিশ। গতকাল শনিবার বেলা ১২টায় এ সড়কের উত্তরবঙ্গগামী অংশে ধীরগতিকে যান চলাচল করলেও ঢাকামুখী যানবাহন স্বাভাবিক গতিতে চলাচল করতে দেখা গেছে। জানা গেছে, দেশে লকডাউন শিথিল ও আসন্ন ঈদকে কেন্দ্র করে মহাসড়কে পরিবহনের চাপ বেড়েছে কয়েকগুণ। ঈদে ঘরমুখো মানুষের যাতায়াতসহ পশু পরিবহনের জন্য চলাচল করছে বাস-ট্রাকসহ বিভিন্ন পরিবহন। ফলে মহাসড়কের টাঙ্গাইল অংশের ২৩ কিলোমিটার অংশে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়। এছাড়াও সেতুর পশ্চিমপাড় থেকে মহাসড়ক বর্ধিতকরণের কাজ চলমান থাকায় সেখানে সৃষ্টি হওয়া যানজট গিয়ে ঠেকছে টাঙ্গাইল অংশে। অপরদিকে, সেতুর দুইপাশে দীর্ঘ যানজট থাকায় বঙ্গবন্ধু সেতুতে রাতে দুই ঘণ্টা এবং ভোরে পরপর দুইবার টোল আদায় বন্ধ রাখে কর্তৃপক্ষ। এতে বঙ্গবন্ধু সেতুপূর্ব হতে টাঙ্গাইলের ঘারিন্দা পর্যন্ত মহাসড়কের ২৩ কিলোমিটার এলাকাজুড়ে সৃষ্ট যানজটে চরম ভোগান্তিতে পরে যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত জানান, মহাসড়কে তিনগুণের বেশি পরিবহন চলাচল করছে। এতে গাড়ির চাপ যেমন বেড়েছে তেমনি সিরাজগঞ্জ অংশে মহাসড়কের বর্ধিতকরণ কাজের কারণে যানজট সৃষ্টি হয়েছে। তিনি জানান, সেতু কর্তৃপক্ষ গত শুক্রবার রাত ২টা থেকে ৪টা পর্যন্ত সেতুতে টোল আদায় বন্ধ রাখেন। এ ছাড়া সকাল থেকে আরও দুইবার বন্ধ ছিল টোল আদায়। ফলে মহাসড়কে পরিবহনের চাপ বেড়ে যায়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

জামালপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান : জরিমানা আদায়

এম.এ.রফিক: করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউনের নির্দেশনা না মানায় জামালপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে গতকাল মঙ্গলবার ভ্রাম্যমান আদালতের...

জামালপুর পৌর মেয়রের নির্দেশে ভেঙে দেওয়া হলো নিম্নমানের প্যালাসাইডিং

নিজস্ব সংবাদদাতা: জামালপুর পৌরসভার একটি প্যালাসাইডিং এর নির্মাণ কাজ নিম্নমানের হওয়ায় পৌর মেয়রের নির্দেশে তা ভেঙে গুড়িয়ে দিয়েছে পৌর...

জামালপুরে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি: নানা কর্মসূচির মধ্য দিয়ে জামালপুরে পালিত হয়েছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী।এ উপলক্ষে মঙ্গলবার...

বকশীগঞ্জে লকডাউনের পঞ্চম দিনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৪ মামলা

বকশীগঞ্জ প্রতিনিধি: বকশীগঞ্জে সরকার ঘোষিত কঠোর লকডাউনের পঞ্চম দিনে বিধিনিষেধ মানাতে তৎপর উপজেলা প্রশাসন। মঙ্গলবার সরকারি আদেশ অমান্য করে...

Recent Comments