Friday, September 29, 2023
Homeদেশজুড়েজেলার খবরবরগুনায় বিচারপ্রার্থীদের দুর্ভোগ লাঘবে ‘ন্যায়কুঞ্জ’

বরগুনায় বিচারপ্রার্থীদের দুর্ভোগ লাঘবে ‘ন্যায়কুঞ্জ’

বরগুনা জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে আগত বিচারপ্রার্থীদের দুর্ভোগ লাগ‌বে নির্মিত বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জে’র উদ্বোধন করেছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. সেলিম।

শুক্রবার (২ জুন) সকাল ১০টায় আদালত চত্বরে ন্যায়কুঞ্জের ফলক উন্মোচনের পর জেলা ও দায়রা জজ আদালতের আয়োজনে আদালত ভবনের জগন্নাথ পাড়ে স্মৃতি মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বিচারপতি মো. সেলিম বলেন, বিচারপ্রার্থীরা আদাল‌তে বিচার চাইতে এসে যেন কোনো ধর‌নের সমস‌্যার সম্মুখীন না হন সেজন‌্য প্রধান বিচারপতির নির্দেশে সারা‌ দে‌শে ন‌্যায়কুঞ্জ বা বিশ্রামাগার নি‌র্মিত হ‌চ্ছে। এক হাজার স্কয়ার ফিটের বিশ্রামাগারে সুপেয় পানি, ক্যান্টিনের সুবিধা, ব্রেস্ট ফিডিং কর্নারসহ টয়লেটের ব্যবস্থা থাকবে। সব শ্রেণি-পেশার মানুষ যেন ন্যায়কুঞ্জের সুবিধা পান সেটা নিশ্চিত করতে হবে।

dhakapost

এ সময় বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আনিসুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক ফয়সাল আহমেদ, পুলিশ সুপার আবদুস সালাম, বরগুনা আদালতের পাবলিক প্রসিকিউটর ভুবন চন্দ্র হাওলাদার, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আক্তারুজ্জামান বাহাদুর, বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট সঞ্জীব দাস, পৌর মেয়ের অ্যাডভোকেট কামরুল ইসলাম মহারাজ প্রমুখ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments