নিজস্ব সংবাদদাতা : বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি) গবেষণা প্রকাশনা মেলা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার ১৪ মে সকালে উপাচার্য দপ্তরের সভাকক্ষে অনুষ্ঠিত মেলায় প্রধান অতিথি হিসেবে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আলম খান উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, নানা সীমাবদ্ধতা সত্ত্বেও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমরা গবেষণার সংস্কৃতি চালু করতে পেরেছি। আশা করি এ বিশ্ববিদ্যালয়কে শিক্ষা-গবেষণায় যুগোপযোগী করে গড়ে তোলার ক্ষেত্রে এ মেলা কার্যকর ভূমিকা রাখবে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মোহাম্মদ আবদুল মাননান, রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের অধ্যাপক মো. গোলাম কাদের খাঁন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল্লাহ মাহফুজ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তুলসি কুমার দাশ বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন। গবেষণা সেল আয়োজিত এ মেলার সভাপতিত্ব করেন সেলের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মাহমুদুল হাছান। সেলের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) রুনা আক্তার জ্যোতির সঞ্চালনায় প্রক্টর (ভারপ্রাপ্ত) এস.এম. ইউসুফ আলী ও ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. আব্দুস ছাত্তার বক্তব্য দেন। মেলায় বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের আওতায় সাতটি বিভাগ ছাড়াও মাল্টিডিসিপ্লিনারি বিষয়ের শিক্ষক-গবেষকরা তাদের গবেষণা প্রকাশনা পত্র জমা দেন। মূল্যায়ণ শেষে বিজয়ী গবেষণা পত্রের লেখকবৃন্দকে পুরস্কৃত করা হবে।
Related Posts
পল্লী বিদ্যুৎ সমিতির বৈষম্য নিরসনে ১৬ দফা দাবিতে জামালপুরে অনির্দিষ্টকালের কর্মবিরতি
- AJ Desk
- May 6, 2024
স্টাফ রিপোর্টার : সারাদেশে ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ৪০ হাজার গ্রাহকের পেশাগত সমস্যা সমাধানের […]
দেওয়ানগঞ্জ বিশেষ শিক্ষা বিদ্যালয়ে শহীদ আবু ছাঈদসহ সব শহীদের উদ্দেশ্যে বিশেষ দোয়া মাহফিল
- AJ Desk
- August 13, 2024
খাদেমুল ইসলাম ; জামালপুরের দেওয়ানগঞ্জে কোটা সংস্কার আন্দোলনের শহীদ আবু ছাঈদ সহ অন্যান্য শহীদের আত্মার […]
দেওয়ানগঞ্জে প্রতিবন্ধী ব্যক্তিবৃন্দের স্থানীয় সরকারের প্রাতিষ্ঠানিক সেবা সমূহের অধিকতর অন্তর্ভূক্তির কর্মশালা
- AJ Desk
- February 29, 2024
খাদেমুল ইসলাম : জামালপুরের দেওয়ানগঞ্জে এনজিও আরডিআরএস বাংলাদেশ এর উদ্যোগে প্রতিবন্ধী ব্যক্তিবৃন্দের স্থানীয় সরকারের প্রাতিষ্ঠানিক […]