Thursday, May 26, 2022
Homeখেলাধুলাবাংলাদেশি শিশুর লেগ স্পিনে মুগ্ধ শচীন

বাংলাদেশি শিশুর লেগ স্পিনে মুগ্ধ শচীন

আ.জা. স্পোর্টস:

ছয় বছরের লেগ স্পিনার সাদিদ। বরিশালের এই ছোট্ট সাদিদের লিগ স্পিনে মুদ্ধ হয়েছেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি শচীন টেন্ডুলকার। সাদিদের প্রতিভায় মুগ্ধ হয়ে, বিষয়টি নিজের অনুসারীদের সঙ্গে শেয়ার করেছেন সাবেক এই ভারতীয় ক্রিকেটার। সামাজিক যোগাযোগমাধ্যমে সাদিদের ছোট্ট একটি ভিডিও পোস্ট করেছেন শচীন। ৪০ সেকেন্ডের ওই ভিডিওতে শিশুটির বোলিংয়ের মুহূর্ত দেখানো হয়। যেখানে মোট আটটি বল করে সাদিদ। যার মধ্যে কোনটি লেগ স্পিন আবার কোনোটি গুগলি। সবগুলোতেই কঠিন পরীক্ষা দিতে হয়েছে ব্যাটসম্যানকে। তিনটিতে বোল্ড হয়েছে ব্যাটসম্যান। ভিডিওতে দুই দফায় রাস্তায় সে করেছে ৫ বল। আর বরিশালের উলালঘূণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের সামনে করেছে তিনটি। সাদিদের প্রতিটি বল স্পর্শ করেছে শচীনের মন। তাইতো মুহূর্তটি শেয়ার করতে ভুল করলেন না তিনি। ক্যাপশনে জুড়ে দিলেন নিজের ভালোবাসা। লিখেছেন, ‘ওয়াও! একজন বন্ধুর কাছ থেকে ভিডিওটা পেয়েছি। এটা অসাধারণ। খেলার জন্য এই ছোট্ট শিশুর ভালোবাসা ও আবেগ স্পষ্ট।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments