Thursday, August 11, 2022
Homeখেলাধুলাবাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে নেই টেইলর

বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে নেই টেইলর

আ.জা. স্পোর্টস:

বাংলাদেশের বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে চোটের ধাক্কা নিউজিল্যান্ড শিবিরে। চোটের কারণে ২০ মার্চ প্রথম ওয়ানডেতে খেলতে পারবেন না অভিজ্ঞ ব্যাটসম্যান রস টেইলর। হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে দর্শক হয়ে থাকতে হচ্ছে তাকে! এর ফলে নিউজিল্যান্ড দলে দুজনের অভিষেক হওয়ার সুযোগ তৈরি হয়েছে। টেইলরের বদলে মার্ক চ্যাপম্যান ডাক পেয়েছেন যদিও। কিন্তু সেখানে অভিষেক হতে পারে ডেভন কনওয়ে ও উইলি ইয়াংয়ের। কেন উইলিয়ামসন ছিটকে যাওয়ায় কনওয়ে এমনিতেই একাদশে সুযোগ পাচ্ছেন। আর টেইলের বদলে একাদশে আসতে যাচ্ছেন ইয়ং। এর ফলে ২০১৪ সালের পর এমন ম্যাচ কিউইরা খেলতে যাচ্ছে যেখানে একাদশে উইলিয়ামসন বা টেইলর নেই। নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড বলেছেন, ‘সিরিজের প্রাক্কালে টেইলের এমনটা ঘটা সত্যিই লজ্জাজনক। ওর হালকা টিয়ার পাওয়া গেছে। আশা করছি, কিছু বিশ্রাম নিলেই সেটা ঠিক হয়ে যাবে। খুব সম্ভব আমরা ক্রাইস্টচার্চের দ্বিতীয় ওয়ানডেতে তাকে পাবো।’ চ্যাপম্যান ৬টি ওয়ানডে খেললেও সর্বশেষ চার ম্যাচে পরিসংখ্যান মোটেও ভালো নয়। ডাবল ফিগারেই পৌঁছাতে পারেননি। তার পরেও তাকে নিয়ে আশাবাদী কোচ, ‘ওর সময়টা দারুণ। স¤প্রতি টি-টোয়েন্টিতে অসাধারণ পারফর্ম করেছে। তাই আশা করছি, যদি ওকে রাখা হয় তাহলে নিজের কাজটা ভালোভাবে করতে পারবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments