Sunday, June 11, 2023
Homeআন্তর্জাতিকবাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে মোহাম্মদ অহিদ উদ্দিনের শুভেচ্ছা

বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে মোহাম্মদ অহিদ উদ্দিনের শুভেচ্ছা

১৬ ডিসেম্বর, বাংলাদেশের ৫২তম মহান বিজয় দিবস উপলক্ষে রেডব্রিজ লিবডেম স্থানীয় পার্টির ইসি সদস্য ও বাংলাদেশ সেন্টারের ট্রাস্টি মোহাম্মদ অহিদ উদ্দিন রেডব্রিজের বাংলাদেশী কমিউনিটিসহ স্থানীয় বাসিন্দাদের বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। মোহাম্মদ অহিদ উদ্দিন গণমাধ্যমে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় বলেন, ১৬ ডিসেম্বর বাংলাদেশের ৫২তম মহান বিজয় দিবস উপলক্ষে আমি রেডব্রিজের বাংলাদেশী কমিউনিটিসহ স্থানীয় বাসিন্দাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। মোহাম্মদ অহিদ উদ্দিন শুভেচ্ছা বার্তায় আরও বলেন, বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধারা ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশকে ঔপনিবেশিক শক্তির দাসত্ব থেকে শৃঙ্খলমুক্ত করতে সক্ষম হন। শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, এই মহান দিনে আমি সেইসব বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধাভরে স্মরণ করছি যাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments