Saturday, July 27, 2024
Homeঅর্থনীতিবাংলাদেশে তৈরি ৫জি ফোন দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু ওয়ান প্লাসের

বাংলাদেশে তৈরি ৫জি ফোন দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু ওয়ান প্লাসের

বাংলাদেশের গাজীপুরের শেয়ারড কারখানায় তৈরি করা স্মার্টফোন- নর্ড এন৩০ এসই ফাইভজি উন্মোচনের  মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো স্মার্টফোন প্রযুক্তিতে বিশ্বের শীর্ষস্থানীয় ব্রান্ড ওয়ানপ্লাস। আগামী ১৫ মে থেকে ডিভাইসটি প্রি-অর্ডার করা যাবে ফোনটি। এছাড়া, ব্যবহারকারীর ডিজিটাল জীবনযাত্রাকে আরও সমৃদ্ধ করতে ওয়ানপ্লাস ওয়াচ ২, ওয়ানপ্লাস প্যাড ২ সহ আরও নানান আইওটি পণ্য বাজারে নিয়ে এসেছে ওয়ান প্লাস বাংলাদেশ।

মঙ্গলবার (১৪ মে) ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জনপ্রিয় এই ব্র্যান্ডের প্রথমবারের মতো বাংলাদেশে ব্যতিক্রমধর্মী বিক্রয়-পরবর্তী সেবা, বিশ্বস্ত ও নির্ভরযোগ্য সাপোর্ট সিস্টেম নিশ্চিত করার ঘোষণা দেন ওয়ানপ্লাস বাংলাদেশ’র সিইও মেঙ্ক ওয়াং। এসময় ওয়ানপ্লাস এর ব্র্যান্ড স্ট্রাটেজি ডিরেক্টর মি. টমাস, বাংলাদেশের রিটেইল ডিরক্টর মি উইলার্ড প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ওয়ানপ্লাস বাংলাদেশ’র আফটার-সেলস সার্ভিস ডিরেক্টর মো. রুবায়েত ফেরদৌস চৌধুরী বলেন, “আমাদের গ্লোবাল ভার্সন স্মার্টফোনের ডিসপ্লের ভার্টিকাল লাইনের সমস্যায় ফ্রি রিপেয়ার সার্ভিস দিবো। ওয়ারেন্টি স্ট্যাটাস বিবেচনায় না নিয়ে ওয়ানপ্লাসের গ্লোবাল ভার্সনের স্মার্টফোনে ভার্টিকাল লাইনের সমস্যার ক্ষেত্রে বিনামূল্যে রিপেয়ার সেবা দিবে প্রতিষ্ঠানটি। প্রথম পর্যায়ে সারাদেশের ৩৫টি স্থানে (২২টি সার্ভিস সেন্টার ও ১৩টি সার্ভিস পয়েন্ট) বিক্রয়-পরবর্তী সেবা পাওয়া যাবে। একইসাথে, গ্লোবাল ভার্সনের পণ্যের ক্ষেত্রে ৭ দিনের স্মার্টফোন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ও ১২ মাসের স্মার্টফোন সার্ভিস দিবে ওয়ানপ্লাস বাংলাদেশ।”

স্থানীয় উৎপাদনের শুরুতেই প্রথমবারের মতো বাংলাদেশে তৈরি স্মার্টফোন ‘বিগার, লাউডার, ফাস্টার’ ওয়ানপ্লাস নর্ড এন৩০ এসই ফাইভজি বাজারে নিয়ে আসা হয়েছে। নতুন এই ডিভাইসে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০২০ ফাইভজি প্ল্যাটফর্ম ও ৩৩ ওয়াট সুপারভুক ফ্ল্যাশ চার্জিংয়ে সক্ষম এমন শক্তিশালী ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ব্যবহার করা হয়েছে। স্থানীয়ভাবে উৎপাদিত প্রথম মডেল নর্ড এন৩০ এসই ফাইভজি’র মধ্য দিয়ে ক্রমান্বয়ে বাংলাদেশে তৈরি ফাইভজি স্মার্টফোনের বিস্তৃত সমাহার নিয়ে আসবে ওয়ানপ্লাস।

মাত্র ১৫,৯৯৯ টাকায় ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি রম ভ্যারিয়েন্টটি শোরুমে পাওয়া যাবে আগামী ২২ মে থেকে। পাশাপাশি, র‍্যাফেল ড্র’র মাধ্যমে (স্বাগত অফার) ওয়ানপ্লাস গ্রাহকদের মাত্র ৩০ টাকায় ডিভাইসটি কেনা বা ওয়ানপ্লাস নর্ড বাডস ২ বা একটি টি-শার্ট জিতে নেয়ার সুবর্ণ সুযোগ দিচ্ছে এই ব্র্যান্ডটি। এমন আকর্ষণীয় অফারের মধ্য দিয়েই স্থানীয়ভাবে উৎপাদিত মডেল নর্ড এন৩০ এসই ফাইভজি’র যাত্রা শুরু হলো।

https://googleads.g.doubleclick.net/pagead/ads?client=ca-pub-9792665346676389&output=html&h=280&adk=144910138&adf=2539725435&pi=t.aa~a.369024205~i.9~rp.4&w=750&abgtt=7&fwrn=4&fwrnh=100&lmt=1715766953&num_ads=1&rafmt=1&armr=3&sem=mc&pwprc=9878322185&ad_type=text_image&format=750×280&url=https%3A%2F%2Fdigibanglatech.news%2Fmobile-main%2F130970%2F&host=ca-host-pub-2644536267352236&fwr=0&pra=3&rh=188&rw=750&rpe=1&resp_fmts=3&wgl=1&fa=27&uach=WyJXaW5kb3dzIiwiMC4xLjAiLCJ4ODYiLCIiLCIxMDkuMC41NDE0LjEyMCIsbnVsbCwwLG51bGwsIjY0IixbWyJOb3RfQSBCcmFuZCIsIjk5LjAuMC4wIl0sWyJHb29nbGUgQ2hyb21lIiwiMTA5LjAuNTQxNC4xMjAiXSxbIkNocm9taXVtIiwiMTA5LjAuNTQxNC4xMjAiXV0sMF0.&dt=1715766953834&bpp=2&bdt=3593&idt=3&shv=r20240513&mjsv=m202405130101&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3Dc62f14d5f4340321%3AT%3D1715766964%3ART%3D1715766964%3AS%3DALNI_MaIKxefw2ErNDZgdw8S7KF4bVKEhw&gpic=UID%3D00000e1e2cdecff6%3AT%3D1715766964%3ART%3D1715766964%3AS%3DALNI_MY6H1pAVT8dAdrZEXp8XAwgM9Cu4A&eo_id_str=ID%3Db97c880cf90ac32a%3AT%3D1715766964%3ART%3D1715766964%3AS%3DAA-AfjaRpRtvRaOxh6ESWQtdwLft&prev_fmts=0x0%2C970x90%2C728x90%2C0x0&nras=2&correlator=1072213054660&frm=20&pv=1&ga_vid=672699071.1715766953&ga_sid=1715766953&ga_hid=529795958&ga_fc=1&u_tz=360&u_his=3&u_h=768&u_w=1366&u_ah=728&u_aw=1366&u_cd=24&u_sd=1&dmc=4&adx=105&ady=1643&biw=1349&bih=600&scr_x=0&scr_y=0&eid=44759876%2C44759927%2C44759842%2C31083589%2C42531706%2C44798934%2C95331695%2C95331983%2C31083688%2C95331036%2C95331711%2C95332416&oid=2&pvsid=4385041419649998&tmod=307234651&uas=0&nvt=1&ref=https%3A%2F%2Fwww.google.com%2F&fc=1408&brdim=0%2C0%2C0%2C0%2C1366%2C0%2C1366%2C728%2C1366%2C600&vis=1&rsz=%7C%7Cs%7C&abl=NS&fu=128&bc=31&bz=1&psd=W251bGwsbnVsbCxudWxsLDNd&ifi=6&uci=a!6&btvi=2&fsb=1&dtd=22

এ বিষয়ে ওয়ানপ্লাস বাংলাদেশ’র সিইও মেঙ্ক ওয়াং বলেন, “সারাবিশ্বের মানুষের জন্য সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারের সুযোগ তৈরি করাই আমাদের লক্ষ্য; আর বাংলাদেশে যাত্রা শুরু করার মধ্য দিয়ে আমাদের এই লক্ষ্য পূরণের দিকে আরও একধাপ এগিয়ে গেলাম। স্থানীয়ভাবে উৎপাদনের মাধ্যমে আমরা একটি প্রোডাক্ট ইকোসিস্টেম তৈরি করবো, যা ক্রেতাদের জন্য আকর্ষণীয় মূল্যে সর্বাধুনিক প্রযুক্তি আরও সহজলভ্য করতে সহায়ক ভূমিকা রাখবে।”

Most Popular

Recent Comments