Friday, September 29, 2023
Homeখেলাধুলাবাংলাদেশে ‘প্রথম’ নিরপেক্ষ রেফারি 

বাংলাদেশে ‘প্রথম’ নিরপেক্ষ রেফারি 

আগে ফিফার প্রীতি ম্যাচগুলো স্বাগতিক দেশের রেফারিরাই পরিচালনা করতেন। বিশ্বফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এ নিয়মে পরিবর্তন এনেছে। ফলে এখন প্রীতি ম্যাচে স্বাগতিক রেফারিরা থাকতে পারবেন না। ফিফার নতুন নিয়ম অনুসারে ম্যাচে নিরপেক্ষ দেশের রেফারি থাকতে হবে। 

বাংলাদেশ-সিশেলস দ্বিপাক্ষিক সিরিজে রেফারিং করতে এসেছেন ভুটানের ৪ রেফারি। প্রধান রেফারির পাশাপাশি সাইডলাইনের দুই লাইনম্যানও থাকবেন দুই ভুটানী। একই দেশ থেকে চতুর্থ রেফারিও এসেছেন। এর আগে ভুটানী রেফারিরা এএফসির এলিটের পরীক্ষার জন্য বাংলাদেশ প্রিমিয়ার লিগের শীর্ষ ম্যাচ বসুন্ধরা কিংস ও আবাহনীর ম্যাচ পরিচালনা করেছিলেন। 

৪ রেফারি নিরপেক্ষ দেশের হলেও রেফারি অ্যাসেসর ও ম্যাচ কমিশনার বাংলাদেশি। সাবেক ফিফা রেফারি ও হেড অফ রেফারিজ আজাদ রহমান রেফারি অ্যাসেসর এবং বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ ম্যাচ কমিশনারের দায়িত্ব পালন করবেন। 

বাংলাদেশে এবারই প্রথম ফিফা প্রীতি ম্যাচে নিরপেক্ষ রেফারি এল। ফিফার নতুন নিয়মের ফলে বাংলাদেশের রেফারিরাও দেশের বাইরে ম্যাচ পরিচালনার সুযোগ পাচ্ছেন। বাংলাদেশের তিন রেফারি ভারতে ত্রিদেশীয় সিরিজে রেফারিং করছেন। নিরপেক্ষ রেফারির ব্যয় স্বাগতিক দেশের ফুটবল ফেডারেশনকে বহন করতে হয়। এজন্য পার্শ্ববর্তী দেশ থেকেই আসন্ন সিরিজের জন্য রেফারিদের উড়িয়ে আনা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments