জুয়েল রানা: জামালপুরে বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম জামালপুর সদর উপজেলা শাখার কার্য নির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাতে সদর উপজেলার নারিকেলী স্থানীয় পাঠশালা স্কুলে বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম জামালপুর সদর উপজেলা শাখার উদ্যোগে এ পরিচিতি সভার আয়োজন করা হয়। বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম জামালপুর সদর উপজেলা শাখার সভাপতি নুরুজ্জামান লিটনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ইমতিয়াজ জোবায়েদ এমেল ঢালীর সঞ্চালনায় পরিচিতি সভায় বক্তব্য রাখেন জামালপুরে জেলা শাখার সাধারন সম্পাদক সাব্বির এহসান মনজু, যুগ্ম সাধারন সম্পাদক রাজিব মিয়া সহ আরো অনেকে। এসময় বক্তারা বাংলাদেশ আওয়ামীলীগের অঙ্গ-সহযোগী সংগঠন হয়ে কাজ করার পাশাপাশি, সুস্থ ধারার আমাদের দেশীয় কৃষ্টি কালচার লালন এবং চর্চা করার বিষয়ে আলোকপাত করেন।