Friday, March 31, 2023
Homeজামালপুরবাংলাদেশ ইউনিয়ন ছাত্রলীগ শ্রীপুর ইউনিয়ন শাখার আহবায়ক কমিটির পরিচিতি সভা ও ...

বাংলাদেশ ইউনিয়ন ছাত্রলীগ শ্রীপুর ইউনিয়ন শাখার আহবায়ক কমিটির পরিচিতি সভা ও ৯নংওয়ার্ড ছাত্রলীগের সম্মেলন

এম.এইচ.রশীদ : গত ২৮ জানুয়ারি জামালপুর সদর উপজেলা ১০ নং শ্রীপুর ইউনিয়নের ভালুকা আম্বিয়া ইয়াকুব বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বিকাল ৩ ঘটিকায় বাংলাদেশ ছাত্রলীগ শ্রীপুর ইউনিয়ন শাখার আহ্বায়ক কমিটির পরিচিতি সভা ও ৯ নং ওয়ার্ড ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। আহবায়ক মুহাইমিনুল ইসলাম আরজুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবু।
বাংলাদেশ ছাত্রলীগ জামালপুর জেলা শাখার সভাপতি অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাসান মহিবুল্লাহ বিদ্যুৎ, উপজেলা আওয়ামী লীগের সদস্য আক্তার ফারুক, ১০ নং শ্রীপুর ইউনিয়নের দুই দুই বারের চেয়ারম্যান ও দুই দুই করে নির্বাচিত সভাপতি আজিজুল হক ফনি মাস্টার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামস উদ্দিন দুলাল, নান্দিনা সাংগঠনিক উপজেলা শাখা ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা শ্যামল, ও সাধারণ সম্পাদক নাঈমুর ইয়াজদানী । অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা ছাত্রলীগের সভাপতি নাফিস রাব্বি সহ আরো অনেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। আলোচনা শেষে প্রধান অতিথি প্রথমে বাংলাদেশ ছাত্রলীগ শ্রীপুর ইউনিয়ন শাখার আহবায়ক কমিটিকে ফুল দিয়ে বরণ করে নেন এবং এরপর ৯ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি পদে সিয়াম আহমেদ, সাধারণ সম্পাদক পদে সুমন হাসান, সাংগঠনিক সম্পাদক পদে জিলন শেখ ও সহসভাপতি পদে নাঈম হাসান কে ঘোষণা করেন। অনুষ্ঠানের আযোজনে ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ ১০ নং শ্রীপুর ইউনিয়ন শাখা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments