নিজস্ব প্রতিনিধি : জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ে ১২ মার্চ (শততম) বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ ইঞ্জিনিয়ার মোঃ মোজাফ্ফর হোসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও কেন্দুয়া ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম খান সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ছানোয়ার হোসেন। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রজব আলী। বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্ত্যবে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ ইঞ্জিনিয়ার মোঃ মোজাফ্ফর হোসেন বলেন বিদ্যালয়ের বাহিরে কেউ যদি ইভটিজিং করে তাহলে তোমরা নিজেরাই তার প্রতিবাদ করবে প্রয়োজনে আইনের আশ্রয় নিবে।
ক্যাপশন
বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ ইঞ্জিনিয়ার মোঃ মোজাফ্ফর হোসেন। -আজকের জামালপুর।