নিজস্ব সংবাদদাতা : গতকাল রোববার জামালপুরে বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের পক্ষ থেকে জামালপুর সদর উপজেলা ও পার্শ্ববর্তী এলাকার দরিদ্র বয়স্কা নারীদের মধ্যে শীতের কম্বল বিতরণ করা হয়। ফোরামের পক্ষ থেকে ফোরামের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান চপল দুঃস্থ প্রবীণ নারীদেরকে শীতের কম্বল উপহার প্রদান করেন। ৮৫ জন দরিদ্র প্রবীণ নারীকে শীতবস্ত্র প্রদান করা হয়। গত ১০ জানুয়ারি শুক্রবার থেকে জামালপুরের দরিদ্র নারীদেরকে শীতবস্ত্র বিতরণ শুরু করা হয়। এ পর্যন্ত ১০০ জন নারীকে শীতের কম্বল দেয়া হয়েছে। বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরাম দেশের প্রবীণ নাগরিকদের একটি সংগঠন। সংগঠনটি প্রবীণদের কল্যাণসহ বিভিন্ন সমাজ হিতকর কাজের সাথে জড়িত রয়েছে।
বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
