নিজস্ব সংবাদদাতা :গত ২০ জানুয়ারি বিকাল ৪ টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলা ভাষা ও সাহিত্য শিক্ষালয় জামালপুরের বার্ষিক মেধাবৃত্তি, পুরস্কার বিতরণী, এসএসসি ও এইচএসসি ২০২৩ শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ ইয়ামিন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক বাবু বিজন কুমার চন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসিনা বেগম, ঝাওলা গোপালপুর ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক তারিকুল ফেরদৌস, সরকারি আশেক মাহমুদ কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ রাশেদুল ইসলাম, বঙ্গবন্ধু আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রশীদুল আলম। অনুষ্ঠানে বক্তাগণ শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে পরামর্শ প্রদান করেন এবং বৃত্তি প্রাপ্তদের মধ্যে পুরস্কার বিতরণ করেন এবং অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।