Sunday, May 28, 2023
Homeদেশজুড়েজেলার খবরবাকি কাজ শেষ করতে ইউএনওকে আরও এক বছর চায় গোয়ালন্দবাসী

বাকি কাজ শেষ করতে ইউএনওকে আরও এক বছর চায় গোয়ালন্দবাসী

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজিজুল হক খানের বদলিজনিত আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে গোয়ালন্দের সর্বস্তরের জনগণ।

সোমবার (২৩ মে) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শতাধিক নারী-পুরুষের উপস্থিতিতে উপজেলা পরিষদের সামনে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ওই মানববন্ধনে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আবির হোসেন রিদয়, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল আমিন, পৌর যুব মহিলা লীগের সভাপতি সালমা আক্তার, উজানচর স্বেচ্ছাসেবক লীগের সধারণ সম্পাদক মোনোয়ার হোসেন মনা প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা একজন সৎ, যোগ্য, অত্যন্ত ভালো মনের মানুষ। সরকারের প্রতিটি কাজ বাস্তবায়ন ও সততার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন তিনি। তার এই স্বল্প সময়ে বদলিতে আমরা গোয়ালন্দবাসী হতাশাগ্রস্ত।

সালমা আক্তার বলেন, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে অন্তত আরও এক বছর থেকে তার অসমাপ্ত কাজগুলো শেষ করার জন্য প্রধানমন্ত্রী ও রাজবাড়ী জেলা প্রশাসকের কাছে বিনীত অনুরোধ জানাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments