Friday, September 29, 2023
Homeখেলাধুলাবাগদান সারলেন হাসান মাহমুদ

বাগদান সারলেন হাসান মাহমুদ

আজ ঢাকার আকাশের মন খারাপ! সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। তার মধ্যেই চলছে বাংলাদেশ জাতীয় দলের অনুশীলন। আর আজকের অনুশীলন পেসার হাসান মাহমুদের জন্য একটু স্পেশাল। কেননা এদিন হাসানের বাবা মোহাম্মদ ফারুক উপস্থিত হয়েছিলেন মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে ছেলের অনুশীলন দেখতে।

অনুশীলনের ফাঁকে গ্রান্ড স্ট্যান্ডে দুই শিশুকে নিয়ে দাঁড়িয়েয়ে থাকতে দেখা যায় হাসানের বাবার। দুই শিশু হলেন হাসানের ভাগ্নে। এ সময় হাসানের পেস বিভাগের সতীর্থ তাসকিন আহমেদ-এবাদত হোসেনদের সাথে কুশল বিনিময় করেন তার বাবা। এরপর গণমাধ্যমের মুখোমুখি হয়ে মোহাম্মদ খালেদ দিয়েছেন খুশির এক সংবাদ। 

গতকাল বুধবার তার ছেলে হাসান মাহমুদ বাগদান সেরেছেন। সেটি নিশ্চিত করেছেন তার বাবা খালেক নিজেই। একইসঙ্গে ছেলের বিয়ে নিয়ে তার বড় ইচ্ছের কথাও শুনিয়েছেন। আসন্ন ওয়ানডে বিশ্বকাপের আগেই ছোট পরিসরে বিয়ে করবেন হাসান মাহমুদ।

পরবর্তীতে তার বিয়ের বাকি অনুষ্ঠানিকতা বড় পরিসরে হবে বিশ্বকাপের পর। এমনকি নিজ এলকায় জাতীয় দলের সব ক্রিকেটারকে নিয়ে যাওয়ার ইচ্ছের কথাও প্রকাশ করেন হাসানের বাবা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments