Friday, March 31, 2023
Homeঅর্থনীতিবাজারে আসছে হাইডেলবার্গের ‘মাল্টি পারপাস সিমেন্ট’

বাজারে আসছে হাইডেলবার্গের ‘মাল্টি পারপাস সিমেন্ট’

বাজারে আসছে হাইডেলবার্গ সিমেন্টের স্বনামধম্য ব্র্যান্ড রুবি সিমেন্ট’র নতুন ক্যাটাগরি ‘মাল্টি পারপাস সিমেন্ট’। এখন থেকে অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট ও পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্টের পাশাপাশি তাদের এই মাল্টি পারপাস সিমেন্ট বাজারে পাওয়া যাবে। 

মাল্টি পারপাস সিমেন্ট মূলত একটি কার্যকরী সিমেন্ট যা স্থাপনার ফাউন্ডেশন, ঢালাই, বিম, কলাম, প্লাস্টার ইত্যাদি সব কাজে ব্যবহার করা যায়। মাল্টি পারপাস সিমেন্টের স্ট্রেন্থ ৪২.৫ এমপিএ থেকে ৬২.৫ এমপিএ পর্যন্ত। সে কারণে এটি সার্বিকভাবে সিমেন্টের সমতুল্য এবং কংক্রিটকে দীর্ঘমেয়াদী করে তোলে। 

সম্প্রতি চট্টগ্রামের পেনিনসুলা হোটেলে আয়োজিত রুবি মাল্টি পারপাস সিমেন্টের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইডেলবার্গ সিমেন্টের সেলস অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর সায়েফ নাসির, ডিভিশনাল সেলস হেড জনাব মীর শামসুদ্দিন আহমেদ, প্রতিষ্ঠানটির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সায়েফ নাসির বলেন, রুবি সিমেন্ট কোয়ালিটির জন্য সর্বদাই মানুষের কাছে গ্রহণযোগ্য এবং সুপরিচিত একটি নাম। দীর্ঘ ৫০ ধরে চট্টগ্রাম অঞ্চলের ব্যবহারকারীদের একটি আস্থার নাম হিসেবে রয়েছে রুবি সিমেন্ট। রুবি সিমেন্টের সঙ্গে চট্টগ্রামের ঐতিহ্য এবং ব্যবহারকারীদের বিশ্বাসের সম্পর্ক দীর্ঘদিনের। এ সিমেন্টের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটি স্থাপনার যেকোনো স্থানে ব্যবহারযোগ্য ও সময়ের সঙ্গে সঙ্গে নির্মাণের শক্তি ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments