Sunday, June 11, 2023
Homeআইটিবাজারে এসেছে লেনোভোর কোর-আই৫ ল্যাপটপ

বাজারে এসেছে লেনোভোর কোর-আই৫ ল্যাপটপ

গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড পরিবেশিত লেনোভো দেশের বাজারে নিয়ে এসেছে ইন্টেল ১২তম জেনারেশনের আইডিয়াপ্যাড স্লিম থ্রি-আই ল্যাপটপ। এগুলো পাওয়া যাবে ১৪ ও ১৫.৬ ইঞ্চি ডিসপ্লে সাইজে। 

মডেলভেদে ল্যাপটপগুলো ফুল এইচডি ও ফুল এইচডি আইপিএস ডিসপ্লেতে পাওয়া যাচ্ছে। এতে রয়েছে সর্বোচ্চ ৪.৪ গিগাহার্জ সমর্থিত ইন্টেল কোর আই ফাইভ-১২৩৫ইউ প্রসেসর, ৮ জিবি ডিডিআর-ফোর র‍্যাম, ইন্টেগ্রেটেড ইন্টেল আইরিস এক্সি গ্রাফিক্স।

ল্যাপটপে রয়েছে ২৫৬/৫১২জিবি এনভিএমই এসএসডি। এই ল্যাপটপটির ডিসপ্লে ব্যাজেলগুলো সরু হওয়ায় এটি আকারে ছোট এবং সহজে বহনযোগ্য।

স্পষ্ট শোনার জন্য এই ল্যাপটপে ব্যবহার করা হয়েছে ডুয়াল-অ্যারে মাইক্রোফোন এবং আশেপাশের বিরক্তিকর শব্দ নির্মূলের জন্য এতে ব্যবহার করা হয়েছে স্মার্ট নয়েজ-ক্যান্সেলিং টেকনোলজি। যার ফলে গুরূত্বপূর্ণ যেকোনো ধরনে মিটিং খুব সহজেই সম্পন্ন করা যাবে। 

এছাড়াও এই ল্যাপটপে সংযোজন করা হয়েছে প্রাইভেসি শাটারযুক্ত ৭২০পি এইচডি ওয়য়েবক্যাম। এই ল্যাপটপটি পাওয়া যাচ্ছে আর্কটিক গ্রে কালারে। দুই বছরের ওয়্যারেন্টিসহ এই ল্যাপটটির দাম ৭৫ হাজার ৫০০ টাকা থেকে ৮৪ হাজার ৫০০ টাকা।

ইন্টেল ১২ম জেনারেশনের লেনোভোর এই ল্যাপটপ পাওয়া যাবে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের শাখাসহ অনুমোদিত ডিলার হাউজে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments