Thursday, July 25, 2024
Homeঅর্থনীতিবাণিজ্য প্রতিমন্ত্রীর সঙ্গে চার দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাণিজ্য প্রতিমন্ত্রীর সঙ্গে চার দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, সুইডেন ও স্লোভেনিয়ার রাষ্ট্রদূত।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর নিজ অফিস কক্ষে তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য বিষয়ক আলোচনা হয়েছে।

মালয়েশিয়ার হাইকমিশনার হাযনাহ মোহাম্মদ হাশিমকে বাংলাদেশ থেকে আরও বেশি দক্ষ জনবল নেওয়ার জন্য আহ্বান জানান বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

অন্যদিকে, সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলির সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী পাট, চামড়াজাত পণ্যসহ ওষুধ রপ্তানি সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন।

এছাড়া, সুইডেনের রাষ্ট্রদূত আলেক্সান্ড্রা বার্গ ও স্লোভেনিয়ার রাষ্ট্রদূত মিজ মাতেজা ভোদেব ঘোষ প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। 

Most Popular

Recent Comments