Thursday, December 1, 2022
Homeঅর্থনীতিবাণিজ্য সম্পর্ক বাড়াতে তাসখন্দ সফরে যাবে এফবিসিসিআই প্রতিনিধিদল

বাণিজ্য সম্পর্ক বাড়াতে তাসখন্দ সফরে যাবে এফবিসিসিআই প্রতিনিধিদল

বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও এগিয়ে নিতে শিগগিরিই তাসখন্দ সফর করবেন বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) একটি প্রতিনিধি দল।

দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জাহাঙ্গীর আলম এ তথ্য জানিয়েছেন।


রোববার (৩১ জুলাই) তাসখন্দের বাংলাদেশ দূতাবাস জানায়, বর্তমানে বাংলাদেশে অবস্থান করা উজবেকিস্তান রাষ্ট্রদূত শনিবার এফবিসিসিআইয়ের প্রধান কার্যালয়ে সংগঠনটির প্রেসিডেন্ট জসিম উদ্দিন, ভাইস প্রেসিডেন্ট হাবিবউল্লা ডনসহ দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্প নেতাদের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে বাংলাদেশের সঙ্গে উজবেকিস্তানসহ মধ্য এশিয়ার দেশগুলোর মধ্যে বাণিজ্য বৃদ্ধি, প্রাকৃতিক গ্যাস ভিত্তিক শিল্প স্থাপন, যৌথ বিনিয়োগের সুবিধা ও সম্ভাবনার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সিদ্ধান্ত হয়, যত দ্রুত সম্ভব এফবিসিসিআইয়ের একটি প্রতিনিধি দল তাসখন্দ সফর করবেন।

শুক্রবার দুই দিনের সফরে উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল নিয়ে ঢাকায় আসেন উজবেক উপ-প্রধানমন্ত্রী জামসেদ খোদজায়েভ। তাসখন্দ থেকে প্রথম বারের মতো সর্বোচ্চ পর্যায়ের রাজনৈতিক ও বাণিজ্যিক সফর ছিল এটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments