Sunday, September 24, 2023
Homeজামালপুরবালিয়াডাঙ্গাসহ সারাদেশে হামলা-ভাংচুরের প্রতিবাদে জামালপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

বালিয়াডাঙ্গাসহ সারাদেশে হামলা-ভাংচুরের প্রতিবাদে জামালপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

নিজস্ব সংবাদদাতা : ‘ধর্মমীয় রাষ্ট্র নয়, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সম্প্রতি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গাসহ সারাদেশে সাম্প্রদায়িক হামলা, হুমকি, দেব-দেবীর বিগ্রহ, ভাংচুর ও ধর্ম অবমাননার প্রতিবাদে জামালপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জামালপুর জেলা শাখার নেতৃবৃন্দ। শনিবার বিকেলে শহরের দয়াময়ী মোড়ে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতি কৃষিবিদ লক্ষ্মীকান্ত পন্ডিতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রমেন বণিকের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বিশিষ্ট মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জামালপুর জেলা শাখার সহ-সভাপতি অজয় পাল বাবু, যুগ্ম-সাধারণ সম্পাদক অরুপ কুমার দত্ত, সাংগঠনিক সম্পাদক পরিতোষ পন্ডিত, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট বিপ্লব দে বাচ্চু, মহিলা বিষয়ক সম্পাদক সরস্বতী রাজবর, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতি প্রদীপ কুমার সোম রানু, সাধারণ সম্পাদক সিদ্ধার্থ শংকর রায়, সহ-সভাপতি সুভাস চন্দ্র সাহা, ব্যবসায়ী বিষয়ক সম্পাদক চন্দন দত্ত, বাংলাদেশ যুব ইউনিয়ন জেলা শাখার সাধারণ সম্পাদক মাফিজুল রহমান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শহর শাখার সভাপতি বিদ্যুৎ কুমার দেব প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments