পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে গণমিছিল করার ঘোষণা দেয় ঢাকা মহানগর জামায়াতে ইসলামী। ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের প্রচার সহকারী আব্দুল্লাহ সাইফ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয় দলটি।
শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকেলে রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে এ কর্মসূচি পালনের কথা থাকলেও সেখানে কোনো মিছিল বের হতে দেখা যায়নি। তবে তাদের গণমিছিলকে কেন্দ্র করে সকাল থেকেই বায়তুল মেকাররমে সর্তক অবস্থানে রয়েছে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।