বিএনপির উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এই দল বাম-ডানে একাকার। তারা সব এক জায়গায় একাকার। তাদের মধ্যে বিভিন্ন মত ও বিভিন্ন পথ। তারা জগাখিচুরি দল। বিএনপির জগাখিচুরির ঐক্য গতবারও টেকেনি এবারও ইনশাল্লাহ টিকবে না। এই জোট টিকতে পারে না।
সোমবার (১০এপ্রিল) আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির ৫২ দলের জোটের মধ্যে এখন কয়টি দল আছে জানি না। তাদের মধ্যে মান-অভিমান চলছে। মির্জা ফখরুল একজনকে ঠিক করেন অন্যদিকে আরেকজন বের হয়ে যায়। তাদের মধ্যে মান-অভিমানের পালা চলছে…কেউ যায়, কেউ আসে। শেষ পর্যন্ত জোটের সদস্য সংখ্যা কত হয় সেটাই দেখার বিষয়।
তিনি বলেন, এরা (বিএনপি) বাইরে বাংলাদেশ ও ভেতরে পাকিস্তান। এরা বাংলাদেশকে বিশ্বাস করে না। এরা ১০ এপ্রিল, ৭ মার্চ মানে না, স্বীকার করে না। এরা জয় বাংলা মানে না। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার কথা শুনলেই এদের গা ঘিনঘিন করে। এই অপশক্তির সঙ্গে লড়তে হবে, এই অপশক্তিকে পরাজিত করতে হবে। সাম্প্রদায়িক অপশক্তির ঠিকানা হচ্ছে বিএনপি। এই অপশক্তিকে প্রতিহত করতে হবে, পরাজিত করতে হবে ও পরাভূত করতে হবে।
সেতুমন্ত্রী বলেন, সামনে অনেক চ্যালেঞ্জ অতিক্রম করতে হবে। সামনে চ্যালেঞ্জ আছে তবে মরতে হয় মরব। কিন্তু বঙ্গবন্ধু সারাজীবনের ত্যাগ-তিতিক্ষা দিয়ে যে আদর্শ ও পতাকা আমাদের দিয়ে গেছেন, জীবনের বিনিময়ে হলেও স্বাধীনতা, মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীন বাংলাদেশের চেতনাকে উঁচিয়ে রাখব।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সংকট কেটে যাবে। এই বৈশিক সংকটেও আমরা ঘুরে দাঁড়াতে শুরু করেছি। জিনিসপত্রের দাম কমে যাবে, জালানি সংকট কমে যাবে। আজকের যে বৈশ্বিক সংকটের জন্য আমাদের দেশের স্বল্প আয়ের মানুষ কষ্ট পাচ্ছে, সেই কষ্ট শেখ হাসিনা উপলব্ধি করেন। সেজন্য তার রাতের ঘুম হারাম হয়ে গেছে।
তিনি বলেন, এত পরিশ্রম করে একজন প্রধানমন্ত্রী কীভাবে বেঁচে আছেন! কার জন্য? সবই মানুষের জন্য। তার নিজের উন্নযনের জন্য নয়, দেশের এবং দেশের মানুষের উন্নয়নের জন্য। তিনি যা করেন দেশের মানুষের জন্য করেন। শেখ হাসিনা আপনাদের যত প্রতিশ্রুতি দিয়েছেন তা ভঙ্গ করেননি। এই দেশের জনগণকে আশ্বস্ত করতে চাই…নেত্রীর সঙ্গে থাকুন। আল্লার ওপর ভরসা রাখুন, নেত্রীর ওপর আস্থা রাখুন। ইনশাল্লাহ এই দুঃসময় ও দুর্দিন কেটে যাবে।