এম.এ.রফিক: সারাদেশে বিএনপির জোটের নৈরাজ্যের প্রতিবাদে শুক্রবার জামালপুর শহর আওয়ামীলীগের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট মোহাম্মদ বাকী বিল্লাহ বলেন, বিএনপি দিবাস্বপ্ন দেখছে। তাদের এ স্বপ্ন পূরণ হবে না। দেশে তারা অস্থিরতা সৃষ্টি করছে। প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামীলীগ তাদের প্রতিহত করবে। দেশ ও জনগনের পাশে রয়েছে আওয়ামীলীগের নেতৃবৃন্দ। বিএনপির কোন অপ্রীতিকর ঘটনা দেশবাসী কখনো মেনে নিবে না। সমাবেশে সভাপতিত্ব করেন শহর আওয়ামীলীগের সভাপতি মাসুম রেজা রহিম। সঞ্চালনা করেন, শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ। বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা আওয়ামীলীগ, উপজেলা আওয়ামীলীগ ও শহর আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।