নিজস্ব সংবাদদাতা: বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ৯০’র স্বৈরাচার পতনের মেলান্দহ-মাদারগঞ্জ বাসির প্রাণপ্রিয় নেতা বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুলসহ সকল রাজনৈতিক বন্দিদের মুক্তির দাবিতে সারা দেশের ন্যায় মেলান্দহের হাজরাবাড়ীর পৌর বিএনপির উদ্যোগে শনিবার বিকেলে লিফলেট বিতরণ করেছে নেতাকর্মীরা।
উক্ত লিফলেট বিতরণে হাজরবাড়ী পৌর বিএনপির আহবায়ক মো. ইসমাইল হোসেন, সিনিয়র যুগ্ন আহবায়ক শাসসুজ্জামান সুরুজ বেপারী, যুগ্ন আহবায়ক ও সাবেক ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মোসলেম উদ্দিন, যুগ্ন আহবায়ক আলহাজ আহম্মদ আলী,জাহাঙ্গীর আলম, আল আমিন, ইলিয়াছ,শাহজাহান, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. রোকনুজ্জামনসহ হাজরাবাড়ী পৌর বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। নেতা কর্মীরা হাজরাবাড়ী বাজারসহ এলাকার জনসাধারনের হাতে লিফলেট তুলে দেন।