Tuesday, March 21, 2023
Homeজামালপুরবিএনপি আন্দোলনে ব্যর্থ ১০ ডিসেম্বর তার প্রমাণ-মির্জা আজম এমপি

বিএনপি আন্দোলনে ব্যর্থ ১০ ডিসেম্বর তার প্রমাণ-মির্জা আজম এমপি

মাদারগঞ্জ সংবাদদাতা : বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জামালপুর ৩ মেলান্দহ-মাদারগঞ্জের সংসদ সদস্য সাবেক প্রতিমন্ত্রী আলহাজ্ব মির্জা আজম বলেছেন বিএনপি আন্দোলনে ব্যর্থ গত ১০ ডিসেম্বর তার বড় প্রমাণ। বিএনপি আর কখনো আন্দোলনে সফল হবে না। গত রোববার দুপুরে জামালপুরের মাদারগঞ্জে কড়ইচড়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে মহিষবাথান রসুল মনির উচ্চ বিদ্যালয় মাঠে বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন, মির্জা আজম এমপি আরো বলেন, অবৈধভাবে ক্ষমতায় আসার জন্য বিএনপি-জামাতের ষড়যন্ত্র অব্যাহত আছে। সামনে তাদের ষড়যন্ত্র রুখে দিতে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবধ্য হয়ে আমাদের কাজ করতে হবে। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান মুক্তার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম আরিফের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি অধ্যক্ষ আশরাফ হোসেন তরফদার, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন চান,মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু জীবন কৃষ্ সাহা,সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বেলাল,যুগ্ন সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বাদল প্রমুখ। এসময় উপজেলা, শহর, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments