Saturday, April 1, 2023
Homeরাজনীতিবিএনপি গণতন্ত্র-সংবিধানে বিশ্বাস করে না বলেই নির্বাচন ঠেকাতে চায়

বিএনপি গণতন্ত্র-সংবিধানে বিশ্বাস করে না বলেই নির্বাচন ঠেকাতে চায়

বিএনপি গণতন্ত্র ও সংবিধানে বিশ্বাস করে না বলেই নির্বাচন ঠেকাতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক।

বুধবার (৮ মার্চ) দুপুরে শরীয়তপুর সদর উপজেলার মৃত বীর মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত ও মুক্তিযোদ্ধাদের পরিবারের খোঁজখবর নেওয়া শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শরীয়তপুর-১ আসনের (পালং-জাজিরা) সাবেক সাংসদ বিএম মোজাম্মেল হক বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে রাষ্ট্রীয় কোষাগারের অর্থ খরচ করে ক্যান্টনমেন্টে জন্ম হয়েছে বিএনপির। তারা জন্মলগ্ন থেকে কখনোই গণতন্ত্র ও সংবিধানে বিশ্বাস করেনি। গণতন্ত্রে বিশ্বাস করে না বলেই তারা অর্বাচীনের মতো মন্তব্য করে ও নির্বাচন ঠেকাতে চায়। বিএনপি ২০১৪ ও ২০১৮ সালে নির্বাচন ঠেকাতে চেষ্টা করেছে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

তিনি আরও বলেন, বিএনপি একমাত্র বিরোধী দল নয়। তারা নির্বাচনে না এলে এই দেশে তো আরও দল আছে। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়। আগামী নির্বাচনেও তা প্রমাণ হবে।

আওয়ামী লীগের এই সাংগঠনিক সম্পাদক বলেন, বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন একটি রাজনৈতিক দল। তারা ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত বোমা হামলা চালিয়ে জনগণকে হত্যা করে সরকারকে উৎখাত করার অপচেষ্টা চালিয়েছে। বেগম খালেদা জিয়া মানুষের ভাগ্য পরিবর্তনে কোনো কাজ করেনি। তার শাসনামলে ৫ বার দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। খালেদা জিয়া এতিমের টাকা মেরে খেয়েছেন বলে আদালত তাকে দণ্ডিত করেছেন। কিন্তু খালেদা জিয়ার বয়স বিবেচনায় শেখ হাসিনা তাকে বাড়িতে থাকতে দিয়েছেন।

বিএম মোজাম্মেল হক বলেন, বিএনপি শুধু ক্ষমতা চায়, লুটপাট করে খেতে চায়। বিএনপি ক্ষমতায় থাকতে বিদ্যুৎ খাতে ৫ বছরে ২২ হাজার কোটি টাকা বরাদ্দ থাকলেও বিদ্যুৎ ৪ হাজার মেগাওয়াট থেকে ৩ হাজার ২০০ মেগাওয়াটে নেমে এসেছিল। বিএনপি এভাবেই দুর্নীতি করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ২৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন। শেখ হাসিনা চরাঞ্চলসহ প্রত্যেক কারখানায় বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন।

তিনি আরও বলেন, বিএনপি জনবিচ্ছিন্ন একটি দল। আর আওয়ামী লীগের প্রতিটি ওয়ার্ডে শক্তিশালী কমিটি আছে। বিএনপি কোনো ধরনের নাশকতা করার চেষ্টা করলে তাদেরকে শান্তি সমাবেশের মাধ্যমে জবাব দেওয়া হবে।

বিএম মোজাম্মেল হক চিতলিয়া ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান হাওলাদার, মঙ্গল হাওলাদার, রুদ্রকর ইউনিয়নের আব্দুস সালাম ঢালী, রহমান ঢালী ও আংগারিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল মোতালেব ব্যাপারীসহ বিশিষ্টজনদের কবর জিয়ারত করেন। এছাড়া চিতলিয়া ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আবু আলেম ব্যাপারীসহ অন্যান্য মুক্তিযোদ্ধা পরিবারের খোঁজ খবর নেন তিনি।

এ সময় শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব মুন্সী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন কোতোয়াল, রুদ্রকর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান ঢালী, আংগারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন হাওলাদার, চিতলিয়া ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম হাওলাদার, সেলিম আকন, সামচুল আজম ব্যাপারী, মনিরুজ্জামান লাল শরিফ সরদার, জেলা যুবলীগ নেতা পাবেল মুন্সি প্রমুখ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments