Friday, June 9, 2023
Homeজামালপুরবিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে লক্ষীরচর ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ

বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে লক্ষীরচর ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ

নিজস্ব সংবাদদাতা: বিএনপি-জামায়াতের নৈরাজ্যে ও ষড়যন্ত্র রুখে দিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জামালপুর সদর উপজেলার লক্ষীরচর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সহযোগিতায় এবং সদর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে গত ৮ ডিসেম্বর বৃহস্পতিবার এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন, জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি (সিনিয়র সহ-সভাপতি) অধ্যক্ষ মুস্তাফিজুর রহমান মুক্তা। ইউনিয়ন আওয়ামী সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন আনুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শফি-উদ-দৌলা চিশতী, সদস্য আলতাব হোসেনসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments