Tuesday, March 21, 2023
Homeরাজনীতিবিএনপি নেতা রবিউল গ্রেপ্তার

বিএনপি নেতা রবিউল গ্রেপ্তার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৬ ডিসেম্বর) রাতে কলাবাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপি রমনা বিভাগের (নিউমার্কেট জোনের) সিনিয়র সহকারী কমিশনার (এসি) শরীফ মো. ফারুকুজ্জামান বলেন, কলাবাগান এলাকা থেকে শেখ রবিউল আলম নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। কলাবাগান থানার একটি মামলায় বিএনপির এ নেতা ওয়ারেন্টভুক্ত আসামি।

আজ রিমান্ড আবেদন করে তাকে আদালতে তোলা হবে বলেও জানান তিনি।

এর আগে সোমবার রাতে বিএনপির মিডয়া সেলের সদস্য শায়রুল কবির অভিযোগ করে বলেন, বিএনপি নেতা রবিউল আলমকে রাত ১১টায় নিউমার্কেট থানা পুলিশ তাকে বাসা থেকে আটক করে নিয়ে গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments