বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ৪ বছর মেয়াদি ব্যাচেলর অব সায়েন্স ইন নার্সিং কোর্সের (বিএসসি নার্সিং) ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে ২৫টি আসনের জন্য মৌখিক পরীক্ষায় প্রাথমিকভাবে ৭৬ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।
শনিবার (১১ জুন) বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলসহ ১৮টি কেন্দ্রে সকাল ১০টা থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিকেলে ফল প্রকাশিত হয়।
জানা গেছে, এবারে ভর্তি পরীক্ষায় ১৬২৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থীর মধ্যে ১১০৩ জন অংশগ্রহণ করেন। ২৫টি আসনের জন্য মৌখিক পরীক্ষার জন্য প্রাথমিকভাবে ৭৬ জন পরীক্ষার্থীকে নির্বাচিত করা হয়েছে। আগামী ১৪ জুন নির্বাচিত শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এর আগে সকালে পরীক্ষা কার্যক্রম পরিদর্শন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। এসময় তিনি পরীক্ষা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বণিক, রেজিস্ট্রার ডা. স্বপন কুমার তপাদার, সহযোগী অধ্যাপক ডা. মো. রাসেল, অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. আব্দুল হাকিম, উপ-রেজিস্ট্রার (শিক্ষা) ডা. জি এম সাদিক হাসান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।