বিজয় দিবস উপলক্ষে দেশবাসী ও সকল শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা জানিয়েছেন মহাজোটভূক্ত যুক্তফ্রন্টের শরিক দল বাংলাদেশ শরীয়াহ আন্দোলনের আমীর ও সাভার ব্যাংক কলোনী মাদরাসাতুশ শরীয়ারহ‘র প্রিন্সিপাল হাফেজ মাওলানা মুহাম্মদ মাসুম বিল্লাহ।বিজয় দিবস উপলক্ষে তিনি বলেন ১৬ ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় জীবনে এক গৌরবময় অধ্যায়। তাই মহান বিজয় দিবস প্রতিটি বাঙালির সামনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মাসুম বিল্লাহ আরো বলেন, দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধে শহীদের আত্মত্যাগ আর দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত বিজয় আমাদের অহংকার। পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের বীরোচিত যুদ্ধ আমাদের এগিয়ে চলতে আজীবন অনুপ্রেরণা যোগাবে। মুক্তিযুদ্ধের চেতনা আমাদের দেশকে আরও উন্নত ও সম্বৃদ্ধ করতে শক্তি যোগায়। এছাড়া মহান মুক্তিযুদ্ধে সকল শহীদের আত্মার মাগফেরাত ও মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ ও দীর্ঘায়ু কামনা করেন। সব ভেদাভেদ ভুলে বিজয় দিবসের চেতনায় সুখি, সমৃদ্ধশালী নতুন বাংলাদেশ গড়তে সবার প্রতি উদাত্ত আহ্বান জানান ।