Monday, July 15, 2024
Homeজামালপুরবিজ্ঞপ্তি (২য় বার)

বিজ্ঞপ্তি (২য় বার)

পাটাদহ কয়ড়া উচ্চ বিদ্যালয়, পোঃ-পাটাদহ,উপজেলা-মাদারগঞ্জ, জেলা-জামালপুরের জন্য শূন্যপদে অফিস সহায়ক, পরিচ্ছন্নতাকর্মী ও আয়া একজন করে আবশ্যক। শিক্ষাগত যোগ্যতা(নূন্যতম) জেএসসি/জেডিসি/সমমান। বয়স অনুর্ধ্ব ৩৫ বছর। (সমপদে ইনডেক্সধারীদের জন্য বয়স শিথিলযোগ্য)। গ্রেড-২০,জাতীয় বেতনস্কেল ৮,২৫০-২০,০১০/-। প্রয়োজনীয় কাগজপত্র,২ কপি ছবি এবং ৫০০/- টাকার অফেরতযোগ্য ব্যাংক ড্রাফটসহ বিজ্ঞপ্তি প্রকাশের ৩০ দিনের মধ্যে প্রধান শিক্ষক বরাবর আবেদন পৌঁছাতে হবে। পূর্বের আবেদনকারীদের পুনরায় আবেদনের প্রয়োজন নাই।
-প্রধান শিক্ষক

Most Popular

Recent Comments