Sunday, June 11, 2023
Homeখেলাধুলাবিজয় দিবসে সাকিবদের গায়ে বিশেষ জার্সি

বিজয় দিবসে সাকিবদের গায়ে বিশেষ জার্সি

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাঙালি জাতি পরাধীনতার শিকল ভেঙে বিজয়ের স্বাদ গ্রহণ করে। এই দিনে ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) নতমস্তকে আত্মসমর্পণ করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী। সেই থেকে ১৬ ডিসেম্বর বাঙালির বিজয়ের দিন, বাঙালি জাতির গৌরবের দিন।

বিশেষ সেই দিনটি আজও যথাযোগ্য মর্যাদায় উদযাপন করছে পুরো দেশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ব্যতিক্রমী এক কাজ দিয়ে উদযাপন করছে দিনটি। বাংলাদেশ-ভারতের প্রথম টেস্ট চলছে এখন। সেই টেস্টের তৃতীয় দিন বিজয় দিবসে বিশেষ জার্সি পরে খেলতে নেমেছে সাকিব আল হাসানের দল।

বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট জার্সির বুকের কাছে ডান পাশে সাধারণত উপস্থিতি থাকে পৃষ্ঠপোষকের লোগোর। বিজয় দিবসে আজ সেখানেই এসেছে পরিবর্তন। পৃষ্ঠপোষকের জায়গায় দেখা গেছে বাংলাদেশের পতাকা। তার নিজে হলুদ অক্ষরে লেখা বিজয় দিবসের ৫১তম বর্ষপূর্তি। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এছাড়া বিজয় দিবস উদযাপন আরেকভাবে। মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বিজয় দিবস ক্রিকেটে আজ মুখোমুখি হয়েছে শহীদ জুয়েল ও শহীদ মুশতাক একাদশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments