Saturday, April 1, 2023
Homeঅপরাধবিদেশি মদসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার

বিদেশি মদসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার

শেরপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মো. আঙ্গুর মিয়াকে (২৭) ১৩৭ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বিকেলে র‌্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে আজ দুপুরে সদর উপজেলার চৈতনখিলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

আঙ্গুর মিয়া চৈতনখিলা পূর্বপাড়ার আবু বক্কর সিদ্দিকের ছেলে।

র‌্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-১৪ এর একটি দল অভিযান চালিয়ে মাদকসহ তাকে গ্রেপ্তার করে। তিনি অনেকদিন থেকে শেরপুর জেলাসহ বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করে আসছিলেন। আঙ্গুর মিয়ার নামে একাধিক মাদক মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments