Monday, December 5, 2022
Homeবিনোদনবিপাকে ‘দ্য ফ্যামিলি ম্যান ২’

বিপাকে ‘দ্য ফ্যামিলি ম্যান ২’

আ.জা. বিনোদন:

ভারতীয় ওয়েব প্ল্যাটফর্মের সিরিজগুলোর মধ্যে অত্যন্ত জনপ্রিয় ‘দ্য ফ্যামিলি ম্যান’। রাজ নিদিমরু এবং কৃষ্ণা ডি কে পরিচালিত সিরিজটিতে অভিনয় করেছিলেন মনোজ বাজপেয়ী। প্রথম মৌসুমের সফলতার পর এর দ্বিতীয় কিস্তি নির্মাণ করেছেন নির্মাতারা। ১৯ মে ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজের দ্বিতীয় কিস্তির ট্রেলার প্রকাশ্যের পর থেকেই বিতর্কের সৃষ্টি হয়। এরইমধ্যে সিরিজটির স¤প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে কেন্দ্রীয় তথ্য ও স¤প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকরকে চিঠি লিখলেন রাজ্যসভার সাংসদ ভায়কো। চিঠিতে ভাইকো লিখেছেন, সিরিজে লিবারেশন টাইগার্স অফ তামিল ইলমের যোদ্ধাদের অপমান করা হয়েছে। তাদের ভুলভাবে দেখানো হয়েছে। তামিল ইলমের সঙ্গে আবার আইএসআই যোগও দেখানো হয়েছে। এই সিরিজের মাধ্যমে তামিলভ‚মের মানুষদের লড়াইকে অপমান করা হয়েছে বলে অভিযোগ ভায়কোর। অবিলম্বে তিনি সিরিজটির স¤প্রচার নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন। তা যদি না হয় তাহলে ফল ভাল হবে না বলেও চিঠিতে হুঁশিয়ারি দিয়েছেন ভায়কো। ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর মুক্তি পেয়েছিল মনোজ বাজপেয়ী অভিনীত ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজের প্রথম মরশুম। ভারতীয় ওয়েব প্ল্যাটফর্মের সিরিজগুলোর মধ্যে অত্যন্ত জনপ্রিয় রাজ নিদিমরু এবং কৃষ্ণা ডি কে পরিচালিত সিরিজটি। আমাজন প্রাইম ভিডিওর এই সিরিজে মনোজের স্ত্রী সুচিত্রার চরিত্রে অভিনয় করছেন দক্ষিণী তারকা প্রিয়মণি। এছাড়াও রয়েছেন সীমা বিশ্বাস, দর্শন কুমার, মেহেক ঠাকুরসহ আরো অনেকে। চলতি বছর ফেব্রæয়ারিতেই মুক্তি পাওয়ার কথা ছিল দ্বিতীয় সিজনটির। কিন্তু একাধিক কারণে মুক্তির দিনক্ষণ পিছিয়ে যায়। জুন মাসের ৪ তারিখ নতুন মুক্তির দিন ধার্য করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments